ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

গাজা যুদ্ধের অবসানে চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের প্রাক্কালে গাজা যুদ্ধের অবসানে একটি চুক্তি করার দাবিতে শনিবার তেল আবিবে হাজারো ইসরাইলি বিক্ষোভ করেছে বলে জানা গেছে।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, গাজা জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৫ জন গাজা শহরে মারা গেছে।

বিক্ষোভকারীরা তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’-এ সমবেত হয়ে একটি বড় ব্যানার প্রদর্শন করে। ব্যানারটিতে লিখা ছিল— ‘সকল জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আন।’

গাজায় বন্দি থাকা ওমরি মিরানের স্ত্রী লিশাই মিরান-লাভি বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করার এবং সব বন্দী ও সৈনিকদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত চুক্তিই কেবল এই ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচাতে পারে।’

তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আপনার প্রভাব খাটান। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে, ওমরি ও অন্যান্য বন্দীদের জন্য ঝুঁকি আরও বেড়ে যাবে।’

নেতানিয়াহু ও ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহু ঘোষণা দেন, ইসরাইল হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করার কাজটি সম্পন্ন করবে।

যদিও ট্রাম্প গাজা নিয়ে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে একটি গাজা চুক্তি রয়েছে বলে মনে হচ্ছে। এটি একটি চুক্তি, যা বন্দীদের ফিরিয়ে আনবে ও যুদ্ধের অবসান ঘটাবে।’

বন্দী থাকা আলোন ওহেলের ভাই রোনেন ওহেল নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন, ‘কোনও চিঠি নয়, কোনও ঘোষণা নয়, কোনও বিলম্ব নয়। এখনই সুযোগ, এখনই আপনি নেতৃত্ব দেখাতে পারেন।’

তবে ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত না হওয়ার জন্য সতর্ক করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার কোনও অধিকার আপনার নেই।’

নেতানিয়াহুর জোট সরকার কট্টরপন্থী মিত্রদের ওপর নির্ভরশীল, যারা ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানের বিরোধী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজা যুদ্ধের অবসানে চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ

আপডেট সময়ঃ ০৬:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের প্রাক্কালে গাজা যুদ্ধের অবসানে একটি চুক্তি করার দাবিতে শনিবার তেল আবিবে হাজারো ইসরাইলি বিক্ষোভ করেছে বলে জানা গেছে।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, গাজা জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৫ জন গাজা শহরে মারা গেছে।

বিক্ষোভকারীরা তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’-এ সমবেত হয়ে একটি বড় ব্যানার প্রদর্শন করে। ব্যানারটিতে লিখা ছিল— ‘সকল জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আন।’

গাজায় বন্দি থাকা ওমরি মিরানের স্ত্রী লিশাই মিরান-লাভি বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করার এবং সব বন্দী ও সৈনিকদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত চুক্তিই কেবল এই ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচাতে পারে।’

তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আপনার প্রভাব খাটান। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে, ওমরি ও অন্যান্য বন্দীদের জন্য ঝুঁকি আরও বেড়ে যাবে।’

নেতানিয়াহু ও ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহু ঘোষণা দেন, ইসরাইল হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করার কাজটি সম্পন্ন করবে।

যদিও ট্রাম্প গাজা নিয়ে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে একটি গাজা চুক্তি রয়েছে বলে মনে হচ্ছে। এটি একটি চুক্তি, যা বন্দীদের ফিরিয়ে আনবে ও যুদ্ধের অবসান ঘটাবে।’

বন্দী থাকা আলোন ওহেলের ভাই রোনেন ওহেল নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন, ‘কোনও চিঠি নয়, কোনও ঘোষণা নয়, কোনও বিলম্ব নয়। এখনই সুযোগ, এখনই আপনি নেতৃত্ব দেখাতে পারেন।’

তবে ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত না হওয়ার জন্য সতর্ক করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার কোনও অধিকার আপনার নেই।’

নেতানিয়াহুর জোট সরকার কট্টরপন্থী মিত্রদের ওপর নির্ভরশীল, যারা ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানের বিরোধী।