ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে’, বিজেপি নেতার বক্তব্যে ভারতে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেনুগোপাল বলেছেন, ‌‌রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।

চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ‌‌‘ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতিকর’ বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয়। এটি বিরোধীদলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি।

চিঠিতে বলা হয়েছে, অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। একই সঙ্গে এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ভেনুগোপাল।

কংগ্রেস বলেছে, একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি; যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে।

চিঠিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এতে সতর্ক করে বলা হয়েছে, ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার সমান হবে।

চিঠিতে বলা হয়, আপনি যদি দ্রুত, দৃঢ় এবং প্রকাশ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমান। এটি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

কংগ্রেস বলেছে, কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে অধিকার ও ভারতের বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন। তাই তার বিরুদ্ধে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা গণতন্ত্রকে আক্রমণ করার সামিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে’, বিজেপি নেতার বক্তব্যে ভারতে তোলপাড়

আপডেট সময়ঃ ০৩:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেনুগোপাল বলেছেন, ‌‌রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।

চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ‌‌‘ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতিকর’ বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয়। এটি বিরোধীদলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি।

চিঠিতে বলা হয়েছে, অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। একই সঙ্গে এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ভেনুগোপাল।

কংগ্রেস বলেছে, একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি; যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে।

চিঠিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এতে সতর্ক করে বলা হয়েছে, ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার সমান হবে।

চিঠিতে বলা হয়, আপনি যদি দ্রুত, দৃঢ় এবং প্রকাশ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমান। এটি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

কংগ্রেস বলেছে, কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে অধিকার ও ভারতের বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন। তাই তার বিরুদ্ধে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা গণতন্ত্রকে আক্রমণ করার সামিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস