ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

- আপডেট সময়ঃ ০২:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
ম্যানিলার ফিলিপাইন মধ্যাঞ্চলে ছয় দশমিক নয় তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩১ থেকে বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (০১ অক্টোবর) দেশটির দুর্যোগ-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা চলমান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুতের সংযোগ পুনরায় চালু করার চেষ্টা চালাচ্ছে।
সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের জানান, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার কিছু আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। শক্তিশালী এই ভূমিকম্পের পর স্থানীয় হাসপাতালগুলোতে আহত মানুষের উপচে পড়া ভিড় ছিল।
আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো সেবুর প্রাদেশিক দুর্যোগ দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা ৬৯ জন নিশ্চিত করেছেন।
এদিকে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেঁচে যাওয়াদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং প্রায় ৩৪ লাখ মানুষের বাস সেবু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। এটি ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও শহর। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য শহরটিতে ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস জানান, উদ্ধারকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি এবং ভারী সরঞ্জামের প্রয়োজন।
স্থানীয় ডিজেডএমএম রেডিওকে আলফি রেইনেস বলেন, ভারী বৃষ্টিপাত ও বিদ্যুৎহীনতার মধ্যে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে, কারণ ভূমিকম্পে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দ্রুত সহায়তার অনুরোধ করেছেন।