সর্বশেষঃ  
                                    
                            
                                শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল
                              							  আন্তর্জাতিক ডেস্ক									
								
                                
                                - আপডেট সময়ঃ ০৫:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
 - / ৮৬ বার পড়া হয়েছে
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোর ২টার দিকে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কা থেকে আসা ফিটস এয়ারলাইন্সের একটি বিমানের চাকার সঙ্গে একটি শিয়াল ঢুকে পড়ে।
সৌভাগ্যবশত, পাইলটের দক্ষতার কারণে যাত্রীরা বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ভোর ২টার পর শ্রীলঙ্কা থেকে ফিটস এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। বিমানটিতে ২০০-এর বেশি যাত্রী ছিলেন। রানওয়ের উপর অবতরণের সময় হঠাৎ চাকার কাছে একটি শিয়াল প্রবেশ করে।
পাইলটের দ্রুত ও সঠিক পদক্ষেপের ফলে বিমানটি নিরাপদে থামানো হয়, শিয়ালটি সরিয়ে নেওয়া হয় এবং বিমানটি নিরাপদে রানওয়ে থেকে সরানো সম্ভব হয়। এ ঘটনায় যাত্রী ও বিমান কর্মীরা নিরাপদে ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			
																		


















