মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
- আপডেট সময়ঃ ০৬:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে
বেতন-ভাতার দাবি আদায়ে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করবেন তারা।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।তিনি বলেন, “আজ রাতের মধ্যে যদি আমাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসে, তাহলে আগামীকাল আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করব। একই সঙ্গে সারাদেশে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতিও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “গতকাল শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই সরকার থেকে আমরা এমনটা আশা করিনি।” এ সময় তিনি কর্মবিরতিতে থাকা সকল শিক্ষককে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
এর আগে, আজ সকাল থেকে শিক্ষকদের ডাকা কর্মবিরতির কারণে সারাদেশের অধিকাংশ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।























