ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেছেন যে, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই এবং নির্বাচন প্রক্রিয়ার কাজ পুরোদমে চলছে।”

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান।আসন্ন ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আশা করছি, আগামী ১৭ অক্টোবর সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করবে। এটি কোনো বাস্তবায়ন প্রক্রিয়া নয়, বরং এটি একটি কনটেন্ট বা দলিল, যাতে সকল দল সম্মত হয়েছে।”

বিচার বিভাগের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের আইনের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে। তিনি বলেন, “আশা করি, এই সরকারের সময়েই এই যুগান্তকারী আইনটি পাশ হবে।”

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টাদের নিয়ে করা সমালোচনার বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের সমালোচনা করছে, হুমকি দিচ্ছে। এটিকে একটি গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা সমালোচনা করছেন, তাদেরও সমালোচনা শোনার মানসিকতা থাকতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেছেন যে, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই এবং নির্বাচন প্রক্রিয়ার কাজ পুরোদমে চলছে।”

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান।আসন্ন ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আশা করছি, আগামী ১৭ অক্টোবর সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করবে। এটি কোনো বাস্তবায়ন প্রক্রিয়া নয়, বরং এটি একটি কনটেন্ট বা দলিল, যাতে সকল দল সম্মত হয়েছে।”

বিচার বিভাগের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের আইনের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে। তিনি বলেন, “আশা করি, এই সরকারের সময়েই এই যুগান্তকারী আইনটি পাশ হবে।”

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টাদের নিয়ে করা সমালোচনার বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের সমালোচনা করছে, হুমকি দিচ্ছে। এটিকে একটি গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা সমালোচনা করছেন, তাদেরও সমালোচনা শোনার মানসিকতা থাকতে হবে।”