জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময়ঃ ০৪:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নরওয়ের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।এছাড়াও, বৈঠকে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও কীভাবে বেগবান করা যায়, তা নিয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।উল্লেখ্য, গত কয়েকদিনে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জার্মান ও ডেনিশ রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন।