ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে দলের ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেছে, যেখানে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির এক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঘোষণা গণমাধ্যমে পাঠানো হয়।

তারেক রহমান তার বার্তায় বলেন, “কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাঁদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাঁদের দৃঢ়তায় শক্তি পেয়েছে।” তিনি বলেন, বিএনপি সরকার, কৃষক, উদ্যোক্তা এবং সমাজের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রকৃত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তার ঘোষিত ছয় দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করে সরাসরি ভর্তুকি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা, খাল খনন ও নদী পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিরাপত্তা নিশ্চিত করা, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, এবং কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি খাতকে উৎসাহিত করে ১৩ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা।

রূপরেখায় আরও বলা হয়েছে, তরুণদের কৃষি উদ্যোগে ফেরাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার, স্টার্ট-আপ ফান্ডিং এবং আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদামজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা খাদ্য অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়াতে সাহায্য করবে।

তারেক রহমান তার বার্তায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে কৃষি খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও স্মরণ করেন এবং সেই ধারাবাহিকতাতেই বিএনপি আগামী দিনে দেশের কৃষি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চায় বলে উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি: তারেক রহমান

আপডেট সময়ঃ ০৬:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে দলের ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেছে, যেখানে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির এক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঘোষণা গণমাধ্যমে পাঠানো হয়।

তারেক রহমান তার বার্তায় বলেন, “কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাঁদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাঁদের দৃঢ়তায় শক্তি পেয়েছে।” তিনি বলেন, বিএনপি সরকার, কৃষক, উদ্যোক্তা এবং সমাজের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রকৃত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তার ঘোষিত ছয় দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করে সরাসরি ভর্তুকি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা, খাল খনন ও নদী পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিরাপত্তা নিশ্চিত করা, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, এবং কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি খাতকে উৎসাহিত করে ১৩ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা।

রূপরেখায় আরও বলা হয়েছে, তরুণদের কৃষি উদ্যোগে ফেরাতে ড্রোন প্রযুক্তির ব্যবহার, স্টার্ট-আপ ফান্ডিং এবং আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদামজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা খাদ্য অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়াতে সাহায্য করবে।

তারেক রহমান তার বার্তায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে কৃষি খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও স্মরণ করেন এবং সেই ধারাবাহিকতাতেই বিএনপি আগামী দিনে দেশের কৃষি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চায় বলে উল্লেখ করেন।