রিশাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের

- আপডেট সময়ঃ ০৮:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল! তবে সেসব দিন যেন অতীতই হতে বসেছিল। বাংলাদেশ যে এই মাঠে ম্যাচ জেতেনি প্রায় ৩ বছর!
১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। শুরুতে ব্যাট করে মোটে ২০৭ রান করে দল। তবে রিশাদ হোসেনের ৬ উইকেটে ভর করে এরপরও বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল এক জয়।
এই জয়ের ফলে প্রায় ৩ বছর পর মিরপুরে ওয়ানডে ফরম্যাটে হাসিমুখে মাঠ ছাড়ে দল। সবশেষ জয়টা এসেছিল ভারতের বিপক্ষে, ২০২২ সালের ৭ ডিসেম্বর। সে ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারতকে সিরিজ হারের তেঁতো স্বাদও দিয়েছিল স্বাগতিকরা। তবে এরপর থেকে এই মিরপুরে ওয়ানডেতে জয়ের স্বাদটা ভুলেই গিয়েছিল দল।
তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে বৈকি! শেষ ১০৪৬ দিনে এই মিরপুরে বাংলাদেশ ওয়ানডে খেলেছেই মোটে ৫টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ আর তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২টি ম্যাচ।
আরেকটু স্পষ্ট করে বললে, ২০২৩ বিশ্বকাপের পর এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি বাংলাদেশ। ৬৯২ দিন পর এই মাঠে ম্যাচ খেলতে নেমেছিলেন মিরাজরা। অবশেষে এই ম্যাচই অধিনায়ক মিরাজের মুখে হাসি ফোটাল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পায়ের তলার সরে যাওয়ার মাটিটা কিছুটা হলেও ফিরিয়ে এনে দিয়েছে এই জয়।