গাজায় ফের ইসরাইলের বিমান হামলা শুরু

- আপডেট সময়ঃ ০৪:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
মাত্র এক সপ্তাহ আগে বিশ্বনেতাদের মধ্যস্থতায় স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে দখলদার ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার রাফা এলাকাসহ বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এই ঘটনায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।
ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাফা এলাকায় ‘সন্ত্রাসী তৎপরতার’ জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস যোদ্ধাদের সঙ্গে ‘গোলাগুলি বিনিময়’-এর পরই তারা এই অভিযান চালাতে বাধ্য হয়। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো আরও জানায়, এই সংঘর্ষে একটি সামরিক যান বিস্ফোরণে তাদের দুই সেনা সদস্য নিহত হয়েছেন।
তবে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই অভিযোগকে ‘বিভ্রান্তিকর প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইল নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের এই আগ্রাসনে ‘রাজনৈতিক আড়াল’ তৈরি করছে।
হামাস পাল্টা অভিযোগ করে বলেছে, ইসরাইল নিজেরাই গাজায় সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে, যারা ত্রাণবাহী ট্রাক লুট করছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা ও অপহরণ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।সংগঠনটি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অবিলম্বে ইসরাইলকে এই চুক্তি লঙ্ঘন বন্ধ করতে চাপ প্রয়োগ করে।
উল্লেখ্য, গত সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার আওতায় বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হয়েছিল। আজকের এই নতুন হামলায় সেই শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে।