ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের শুরুতে বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে এবং এর আগে গত জুন মাসে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি (এসইউভি) কেনার অনুমতি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে জানিয়েছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে জনসংযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই বুলেটপ্রুফ গাড়িগুলো কেনা হচ্ছে।”

দলীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো কোন দেশ থেকে বা কোন মডেলের আনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে জাপানের টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভির কথা বিবেচনা করা হচ্ছে।বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি, শীর্ষ দুই নেতার নিরাপত্তা দলের জন্য একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি, যা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময়ঃ ০৫:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের শুরুতে বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে এবং এর আগে গত জুন মাসে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি (এসইউভি) কেনার অনুমতি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে জানিয়েছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে জনসংযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই বুলেটপ্রুফ গাড়িগুলো কেনা হচ্ছে।”

দলীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো কোন দেশ থেকে বা কোন মডেলের আনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে জাপানের টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভির কথা বিবেচনা করা হচ্ছে।বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি, শীর্ষ দুই নেতার নিরাপত্তা দলের জন্য একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি, যা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।