ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ই-পেপার

বাংলাদেশের জন্য স্পিনের পাল্টা অস্ত্র উড়িয়ে আনছে উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর সিরিজের বাকি অংশের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে নিজেদের শক্তি বাড়াতে তারা দলে যোগ করছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইনকে।

মূল স্কোয়াডে না থাকলেও, সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ৩২ বছর বয়সী আকিলকে উড়িয়ে আনা হচ্ছে। এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আকিল আজ রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।’

স্পিন বিভাগের পাশাপাশি পেস আক্রমণেও পরিবর্তন আনছে ক্যারিবীয়রা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রামন সিমন্ডস। এর আগে তিনি দুটি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, ওয়ানডে স্কোয়াড থেকে দেশে ফিরে যাচ্ছেন জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ।

এর আগে বাংলাদেশও নিজেদের স্পিন আক্রমণ শক্তিশালী করতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছিল। দুই দলেই স্পিনার বাড়ানোয় বাকি ম্যাচগুলোতে আধিপত্য থাকবে স্পিনারদেরই।

আগামীকাল মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জন্য স্পিনের পাল্টা অস্ত্র উড়িয়ে আনছে উইন্ডিজ

আপডেট সময়ঃ ০৪:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর সিরিজের বাকি অংশের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে নিজেদের শক্তি বাড়াতে তারা দলে যোগ করছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইনকে।

মূল স্কোয়াডে না থাকলেও, সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ৩২ বছর বয়সী আকিলকে উড়িয়ে আনা হচ্ছে। এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আকিল আজ রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।’

স্পিন বিভাগের পাশাপাশি পেস আক্রমণেও পরিবর্তন আনছে ক্যারিবীয়রা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রামন সিমন্ডস। এর আগে তিনি দুটি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, ওয়ানডে স্কোয়াড থেকে দেশে ফিরে যাচ্ছেন জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ।

এর আগে বাংলাদেশও নিজেদের স্পিন আক্রমণ শক্তিশালী করতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছিল। দুই দলেই স্পিনার বাড়ানোয় বাকি ম্যাচগুলোতে আধিপত্য থাকবে স্পিনারদেরই।

আগামীকাল মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।