ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ই-পেপার

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ সংক্রান্ত ভাতা ও সম্মানীর হার বাড়িয়েছে সরকার। এতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণদাতারাও আগের চেয়ে বেশি অর্থ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯ সালের পুরোনো নির্দেশনাটি বাতিল করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যায়ের অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম সচিব ও তার চেয়ে ওপরের পদমর্যাদার কর্মকর্তা এখন থেকে প্রতি ঘণ্টায় ক্লাস নেওয়ার জন্য ৩ হাজার ৬০০ টাকা সম্মানী পাবেন, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। একইভাবে উপসচিব বা তার নিচের স্তরের কর্মকর্তাদের ক্লাস নেওয়ার সম্মানী ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা এত দিন যেখানে ৬০০ টাকা পেতেন, এখন থেকে তারা পাবেন ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে গ্রেড-১০ বা তার নিচের পর্যায়ের কর্মচারীরা পাবেন ১ হাজার টাকা, যা আগে ছিল ৫০০ টাকা।

কোর্স পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সম্মানীতেও এসেছে পরিবর্তন। কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কারীর সম্মানী ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভাতা-সম্মানী কাঠামো প্রযোজ্য হবে না। এছাড়া, প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবারের জন্য কোনো খরচ ধরা যাবে না। একইসঙ্গে, উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রেও এই প্রজ্ঞাপন কার্যকর হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বাড়ল

আপডেট সময়ঃ ০৮:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ সংক্রান্ত ভাতা ও সম্মানীর হার বাড়িয়েছে সরকার। এতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণদাতারাও আগের চেয়ে বেশি অর্থ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯ সালের পুরোনো নির্দেশনাটি বাতিল করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যায়ের অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম সচিব ও তার চেয়ে ওপরের পদমর্যাদার কর্মকর্তা এখন থেকে প্রতি ঘণ্টায় ক্লাস নেওয়ার জন্য ৩ হাজার ৬০০ টাকা সম্মানী পাবেন, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। একইভাবে উপসচিব বা তার নিচের স্তরের কর্মকর্তাদের ক্লাস নেওয়ার সম্মানী ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা এত দিন যেখানে ৬০০ টাকা পেতেন, এখন থেকে তারা পাবেন ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে গ্রেড-১০ বা তার নিচের পর্যায়ের কর্মচারীরা পাবেন ১ হাজার টাকা, যা আগে ছিল ৫০০ টাকা।

কোর্স পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সম্মানীতেও এসেছে পরিবর্তন। কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কারীর সম্মানী ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভাতা-সম্মানী কাঠামো প্রযোজ্য হবে না। এছাড়া, প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবারের জন্য কোনো খরচ ধরা যাবে না। একইসঙ্গে, উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রেও এই প্রজ্ঞাপন কার্যকর হবে না।