শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
- আপডেট সময়ঃ ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
 - / ৭৫ বার পড়া হয়েছে
 
দীর্ঘ আট দিনের টানা আন্দোলনের পর অবশেষে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পর মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সেই সিদ্ধান্তের কপি আন্দোলনরত শিক্ষকনেতাদের হাতে তুলে দেন।
এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।
তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ (দুই হাজার টাকার কম নয়) কার্যকর হবে, বাকি সাড়ে ৭ শতাংশ ২০২৬ সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হবে।’
দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘আন্দোলনের সময় ৮ দিন শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।’
এছাড়া আন্দোলনে সংহতি জানানোয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ দেশের সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুবিধাসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
																			
																		




















