দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল
- আপডেট সময়ঃ ০৪:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে আজ আবারও থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককের ৭২তম বার্ষিকী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি বাংলাদেশের মেয়েদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।
এর আগে প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর দলের সিনিয়র খেলোয়াড়দের জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। কোচের এমন মন্তব্যে দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও কিছুটা ক্ষোভ তৈরি হয়েছিল।
তবে দ্বিতীয় ম্যাচের আগে সেই বিতর্ক বা ক্ষোভ কোনোটিই মাথায় আনতে চান না কোচ বাটলার। তার পূর্ণ মনোযোগ এখন মাঠের খেলায়। রবিবার অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, দলের সিস্টেমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং কিছু ঘাটতি পূরণের চেষ্টা চলছে।
বাটলার বলেন, ‘আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তা নিয়ে সত্যিকার অর্থে আমার কোনো সমস্যা নেই। তারা ভালো ফুটবল খেলেছে।’ তিনি আরও জানান, অনুশীলনে মেয়েদের মনোভাব দারুণ এবং কয়েকজন খেলোয়াড়ের সাথে তিনি আলাদাভাবে কথা বলেছেন, যারা ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রাখে।
থাইল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও সচেতন কোচ। বাটলার বলেন, ‘আমি প্রতিটা খেলায় জিততে চাই, সেটা ফুটবল হোক বা দাবা। কিন্তু বাস্তবতাও মেনে নিতে হবে। থাইল্যান্ড অনেক ভালো দল।’ তিনি বর্তমান পরিস্থিতিকে একটি ‘রিসেট অপারেশন’ হিসেবে উল্লেখ করে বলেন, দলের মূল নয়জন খেলোয়াড়ের সাথে তিনি মাত্র কয়েকদিন অনুশীলন করতে পেরেছেন। তাই জেতার চেষ্টার পাশাপাশি দলের উন্নতি করাটাই তার কাছে সবচেয়ে জরুরি।




















