নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, ডিবিকে তদন্তের নির্দেশ
- আপডেট সময়ঃ ০৩:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে এই মামলার আবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।
ইতোমধ্যে মামলার আবেদন গ্রহণ করে ডিবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
এর আগে রোববার (২ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদ আর বিএনপির চাঁদাবাজির সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হতে পারবে না বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এই নেতা আরও বলেন, এখনও জোটের কোনো চিন্তা আমরা করিনি। তবে আমরা বলেছিলাম বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজ-সন্ত্রাস ছেড়ে আসে এবং সংস্কারের পক্ষে থাকে-তাহলে সেটা আমরা ভেবে দেখবো। আর জামায়াত ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে সরে আসলে সেটাও আমরা ভেবে দেখবো। তবে আমাদের মূল উদ্বেগের জায়গা হচ্ছে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি।



















