ঢাকা, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | ই-পেপার

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কের কবিরহাট আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

ওসি শাহীন মিয়া বলেন, “দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

আপডেট সময়ঃ ০৬:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কের কবিরহাট আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

ওসি শাহীন মিয়া বলেন, “দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”