ঢাকা, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | ই-পেপার

আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকেই ভোট দেবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আবার দেশের শাসনভার নিতে চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে, অথচ জনগণ তা মেনে নেবে না। তার ভাষায়, “একটি শ্রেণি ভেবেছে আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু দেশের মানুষ, এমনকি আওয়ামী লীগের ভেতরেও দেশপ্রেমিকরা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে।”

সভায় তিনি দেশের সামগ্রিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “দেশে এখন এমন একটা অবস্থা চলছে যে মনে হয় দেশের কোনো মালিক নেই। সবাই সংস্কারের কথা বলে বেড়াচ্ছে, কিন্তু কী সংস্কার হচ্ছে তা কেউ জানে না। বেকারত্ব বাড়ছে, ঢাকায় মানুষের চাপ বাড়ছে, ফুটপাত দোকানে ভরে গেছে, অথচ সরকারের কোনো নজর নেই।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, এক শ্রেণি মানুষ দেশকে ওলটপালট করে লুটপাটের চিন্তা করছে। তিনি বলেন, “এখন দেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একটি শ্রেণি শুধু লুটেপুটে খাওয়ার চিন্তায় ব্যস্ত। জনগণের কষ্ট, জীবনযাত্রার চাপ—এসব তাদের কাছে কোনো বিষয় নয়।”

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। তার ভাষায়, “একটা নিজেদের তৈরি দল, আরেকটা পুরনো দল। এরা যা বলে তাই করে সরকার। জনগণের মতামতের কোনো মূল্য নেই।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে নির্বাচনের সময়। আওয়ামী লীগ সরকারের মতো রাতের ভোটের পুনরাবৃত্তি ঘটাতে পারে অন্তর্বর্তী সরকার। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “বিএনপিতে সুন্দর মনোনয়ন হয়েছে। অনেকে আঘাত পেয়েছেন, কষ্টও পেয়েছেন, তবে তারেক রহমান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। বিশাল নির্বাচনী যাত্রাপথে আমরা নেমেছি, সবাই মিলে কাজ করলে দল জয়ী হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকেই ভোট দেবে: মির্জা আব্বাস

আপডেট সময়ঃ ০৬:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আবার দেশের শাসনভার নিতে চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে, অথচ জনগণ তা মেনে নেবে না। তার ভাষায়, “একটি শ্রেণি ভেবেছে আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু দেশের মানুষ, এমনকি আওয়ামী লীগের ভেতরেও দেশপ্রেমিকরা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে।”

সভায় তিনি দেশের সামগ্রিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “দেশে এখন এমন একটা অবস্থা চলছে যে মনে হয় দেশের কোনো মালিক নেই। সবাই সংস্কারের কথা বলে বেড়াচ্ছে, কিন্তু কী সংস্কার হচ্ছে তা কেউ জানে না। বেকারত্ব বাড়ছে, ঢাকায় মানুষের চাপ বাড়ছে, ফুটপাত দোকানে ভরে গেছে, অথচ সরকারের কোনো নজর নেই।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, এক শ্রেণি মানুষ দেশকে ওলটপালট করে লুটপাটের চিন্তা করছে। তিনি বলেন, “এখন দেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একটি শ্রেণি শুধু লুটেপুটে খাওয়ার চিন্তায় ব্যস্ত। জনগণের কষ্ট, জীবনযাত্রার চাপ—এসব তাদের কাছে কোনো বিষয় নয়।”

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। তার ভাষায়, “একটা নিজেদের তৈরি দল, আরেকটা পুরনো দল। এরা যা বলে তাই করে সরকার। জনগণের মতামতের কোনো মূল্য নেই।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে নির্বাচনের সময়। আওয়ামী লীগ সরকারের মতো রাতের ভোটের পুনরাবৃত্তি ঘটাতে পারে অন্তর্বর্তী সরকার। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “বিএনপিতে সুন্দর মনোনয়ন হয়েছে। অনেকে আঘাত পেয়েছেন, কষ্টও পেয়েছেন, তবে তারেক রহমান ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। বিশাল নির্বাচনী যাত্রাপথে আমরা নেমেছি, সবাই মিলে কাজ করলে দল জয়ী হবে।”