ঢাকা, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | ই-পেপার

আমার দায়িত্বটা আর উপভোগ করছি না — পদত্যাগ প্রসঙ্গে সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরেদাঁড়ান।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমার দায়িত্বটা আর উপভোগ করছি না — পদত্যাগ প্রসঙ্গে সালাউদ্দিন

আপডেট সময়ঃ ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরেদাঁড়ান।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।