মাশরাফী, তামিমের পর জাহানারা ইস্যুতে মুখ খুললেন মুশফিক
- আপডেট সময়ঃ ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জাহানারা আলমের যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এবার এই ইস্যুতে সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি ও জবাবদিহির মুখোমুখি হতে হবে।
পরশু জাহানারা এক ইউটিউব সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত ইনচার্জ তাওহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। বিসিবি বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তামিম ইকবাল বলেছেন, সরকারি বা স্বাধীন পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা উচিত, যাতে বিসিবির কোনো কর্মকর্তা অন্তর্ভুক্ত না থাকেন। মাশরাফী বিন মুর্তজা আশা প্রকাশ করেছেন, তদন্ত পুরোপুরি প্রভাবমুক্ত হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।
মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল।”
জাহানারা আলমের অভিযোগ অনুযায়ী, বিশ্বকাপ ও দলের ক্যাম্পের সময় তাকে শারীরিকভাবে স্পর্শ করা হতো এবং অশালীন মন্তব্য করা হতো। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন এবং সেখান থেকেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সাবেক নির্বাচক মঞ্জুরুলও বলেছেন, বিসিবির গঠিত তদন্ত কমিটি ও রাষ্ট্রীয় কোনো কমিটি তাকে ফেস করলে তিনি সৎভাবে সহযোগিতা করবেন।
বিশেষজ্ঞরা বলছেন, সিনিয়র ক্রিকেটারদের সরব অবস্থান বিষয়টির গুরুত্ব বাড়িয়েছে। মুশফিক, তামিম ও মাশরাফীর মত অভিজ্ঞ ক্রিকেটারদের মন্তব্য জাতীয় ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলে, যাতে তদন্ত প্রক্রিয়া দ্রুত ও ন্যায্যভাবে সম্পন্ন হয়।
























