জামায়াতসহ ৮ দলের কঠোর হুঁশিয়ারি: ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ
- আপডেট সময়ঃ ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং সমমনা আরও ছয়টি রাজনৈতিক দল জানিয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের পাঁচ দফা দাবি পূরণ না করলে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (৮ নভেম্বর) জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বৈঠকে নেতারা আগামী সমাবেশ সফল করার জন্য সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
আন্দোলনরত দলগুলোর দাবি হলো, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ মোট পাঁচটি মূল বিষয়।
বৈঠকে জানানো হয়, যদি দাবি পূরণ না হয়, তাহলে ১১ নভেম্বরের ঢাকা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ বলেন, “আমরা আলোচনার জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি।
তবে বিএনপি আলোচনায় বসতে রাজি নয়। আমরা দেশের জনগণের স্বার্থে আলোচনা চালাবো, কিন্তু গণভোটকে জাতীয় নির্বাচনের আগে আয়োজন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে আগামী সমাবেশ থেকে সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করা হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন। ৮ দলের লিয়াজোঁ কমিটির সদস্য রাশেদ প্রধানের সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন।























