জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের চলমান প্রকল্পগুলো যথারীতি এগিয়ে যাবে: পরিবেশ উপদেষ্টা
- আপডেট সময়ঃ ০৩:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে হলেও উন্নয়নের উদ্যোগ থেমে নেই জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় চলমান প্রকল্পগুলো। যথারীতি কাজ এগিয়ে যাবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ঢাকার ৪৪টি খাস পুকুরের মধ্যে আপাতত চারটির সংস্কারের অর্থ বরাদ্দ হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে সম্পন্ন হবে। তার মতে, প্রকৃত মৎস্যজীবীদের ইজারা দিলে এসব খাল ও পুকুর রক্ষা সহজ হবে।
রিজওয়ানা হাসান বলেন, ‘উন্নয়নের কাজ কতটা এগোচ্ছে তা দেখার দায়িত্ব স্থানীয় মানুষের, কারণ সব মেগা প্রকল্পে সবার সমান সুফল মেলে না।’
সাভার-আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা; মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের
সিলেটের সাতটি জায়গায় জনগণের সচেতনতায় সাদা পাথর উত্তোলন বন্ধ হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘জনগণ চাইলেই উন্নয়ন রক্ষা সম্ভব। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকতেও সচেতনতা বাগাতে হবে।’
উদ্বোধনী বক্তব্য শেষে দাড়িপাড়া এলাকায় পুকুর সংস্কারের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকার জলাশয় উন্নয়নে একটি টেকসই উদ্যোগ শুরু হলো। পুকুরগুলো সংস্কার হলে জলাবদ্ধতা কমবে এবং আশপাশের মানুষ মাছ চাষ করে সরাসরি সুফল পাবে।



















