দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
- আপডেট সময়ঃ ০৪:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান গড়লেন ইতিহাস। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে আজ দোহায় মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
তিনি ছাড়িয়ে গেছেন পারভেজ হোসেন ইমনকে। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন বাহাতি এই ওপেনার।
কাতারের দোহায় গ্রুপ ‘এ’-র ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাবিবুর। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয়।
ইনিংসের প্রথম ওভারেই সোহানের আগ্রাসনের ঝলক। আতিক ইকবালের প্রথম দুই বল খেললেও রান পাননি।
তৃতীয় বল থেকে শুরু। ওই বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা। চতুর্থ বলে একই জায়গায় আবার ছক্কা ষষ্ঠ বলে আরেকটি বিশাল ছক্কা।
প্রথম ওভারে তিন ছক্কায় ভয়ংকর শুরু করার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
২৫ বলে ৮৮ রান যখন তখন পর্যন্ত কোনো দৌড়ে রান নেননি। ১০ ছক্কার পাশাপাশি ৭ চারে ৮৮ রান ছিল তার। ১৪ বলে ২০ রান করা জিসান আলমের আউটের পর প্রথম সিঙ্গেল নেন তিনি। তবে শেষ ১২ রান নিতেই তিনি খরচ করেছেন ১০ বল। শেষ পর্যন্ত ৩৫ বলেই পূর্ণ করেন তিনি অঙ্কের ম্যাজিক ফিগার।
শেষদিকে দ্যুতি ছড়িয়েছেন আকবর আলীও। ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রান করেছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৬৭ রান করে হংকং। দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও সাকলাইন।



















