ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ই-পেপার

টানা তৃতীয় বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর ফিরল হলান্ডের নরওয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড আরেকটি উড়ন্ত ম্যাচ খেললেন। তার জোড়া গোলে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের টিকিট পেল নরওয়ে। রোববার (১৬ নভেম্বর) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের ম্যাচে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। ১৯৯৮ সালের পর এই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে নরওয়েকে।

ম্যাচের শুরুটা অবশ্য নরওয়ের জন্য স্বস্তির ছিল না। খেলার ১১ মিনিটে ফ্রান্সেস্কো এসপোসিতোর গোলে লিড নিয়েছিল ইতালি। বিশ্বকাপের টিকেট পেতে তাদের প্রয়োজন ছিল ৯ গোলের জয়। শুরুতে এগিয়ে যাওয়ার পর হয়তো অভাবনীয় কিছুর আশায় বুক বেঁধেছিল ইতালি। তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে অ্যান্টনিও নুস গোল করে ইতালির সেই লিড শোধ করেন। এরপর ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করে নরওয়ের জয় নিশ্চিত করে দেন আর্লিং হালান্ড। এই দুই গোলের মাধ্যমে চলতি বাছাইপর্বের ৮ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এটিই এক বাছাইপর্বে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্ট্রান্ড লারসেনের গোলে নিশ্চিত হয় নরওয়ের বড় জয়।

বাছাইয়ের ‘আই’ গ্রুপে নরওয়ে ৮ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়েই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলতে যাবে। এই ৮ ম্যাচে তারা মোট ৩৭টি গোল করেছে। অন্যদিকে, নরওয়ের কাছে দুই ম্যাচেই হেরে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকায় ইতালিকে এবার খেলতে হবে প্লে-অফ। গত দুই আসরেও প্লে-অফ খেলে বাদ পড়ে যাওয়া আজ্জুরিরা এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টানা তৃতীয় বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর ফিরল হলান্ডের নরওয়ে

আপডেট সময়ঃ ০১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড আরেকটি উড়ন্ত ম্যাচ খেললেন। তার জোড়া গোলে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের টিকিট পেল নরওয়ে। রোববার (১৬ নভেম্বর) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের ম্যাচে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। ১৯৯৮ সালের পর এই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে নরওয়েকে।

ম্যাচের শুরুটা অবশ্য নরওয়ের জন্য স্বস্তির ছিল না। খেলার ১১ মিনিটে ফ্রান্সেস্কো এসপোসিতোর গোলে লিড নিয়েছিল ইতালি। বিশ্বকাপের টিকেট পেতে তাদের প্রয়োজন ছিল ৯ গোলের জয়। শুরুতে এগিয়ে যাওয়ার পর হয়তো অভাবনীয় কিছুর আশায় বুক বেঁধেছিল ইতালি। তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে অ্যান্টনিও নুস গোল করে ইতালির সেই লিড শোধ করেন। এরপর ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করে নরওয়ের জয় নিশ্চিত করে দেন আর্লিং হালান্ড। এই দুই গোলের মাধ্যমে চলতি বাছাইপর্বের ৮ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এটিই এক বাছাইপর্বে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্ট্রান্ড লারসেনের গোলে নিশ্চিত হয় নরওয়ের বড় জয়।

বাছাইয়ের ‘আই’ গ্রুপে নরওয়ে ৮ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়েই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলতে যাবে। এই ৮ ম্যাচে তারা মোট ৩৭টি গোল করেছে। অন্যদিকে, নরওয়ের কাছে দুই ম্যাচেই হেরে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকায় ইতালিকে এবার খেলতে হবে প্লে-অফ। গত দুই আসরেও প্লে-অফ খেলে বাদ পড়ে যাওয়া আজ্জুরিরা এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে।