ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ৪৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং ২০২০-২০২১ সালে শান্তিকালীন (বিভিন্ন শান্তি রক্ষা মিশনের সময়) পদক পাওয়া সেনা সদস্যদের সংবর্ধনা এবং পদক দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্মানে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে নানা জায়গায় শান্তি রক্ষা মিশনে গিয়ে বিভিন্ন প্রশংসনীয় এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অসামান্য সেবা পদক (ওএসপি) পাওয়া ৬ জন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাওয়া ২০ জনসহ ২৬ জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এ পদক তুলে দেন। সেনাপ্রধান অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকা-ের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের সেনাসদস্যসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর জাতির গর্ব বীর সন্তানদের সম্মানে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৭:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং ২০২০-২০২১ সালে শান্তিকালীন (বিভিন্ন শান্তি রক্ষা মিশনের সময়) পদক পাওয়া সেনা সদস্যদের সংবর্ধনা এবং পদক দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্মানে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে নানা জায়গায় শান্তি রক্ষা মিশনে গিয়ে বিভিন্ন প্রশংসনীয় এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অসামান্য সেবা পদক (ওএসপি) পাওয়া ৬ জন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাওয়া ২০ জনসহ ২৬ জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এ পদক তুলে দেন। সেনাপ্রধান অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকা-ের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের সেনাসদস্যসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর জাতির গর্ব বীর সন্তানদের সম্মানে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।