ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ৫৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
২০১১ সালে কলকাতার জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাত্রা শুরু করেছিলেন সাকিব আল হাসান। টানা কয়েক বছর খেলার পর কয়েকটি দল ঘুরে গত মৌসুমেই কলকাতায় ফিরেছিলেন। তবে ২০২২ সালের নতুন মৌসুমের জন্য তাকে ধরে রাখেনি কেকেআর। এবার তাই বাংলাদেশি অলরাউন্ডারকে খেলতে হলে নিলামে দল খুঁজে পেতে হবে। গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নিলেও এবার আর তার সঙ্গে চুক্তি করেনি কলকাতা। আগামী মৌসুমে আইপিএল হবে ১০ দল নিয়ে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সময় ছিল ফ্র্যাঞ্চাইজিদের। সব মিলিয়ে সর্বোচ্চ দুজন বিদেশিসহ চার খেলোয়াড়কে রেখে দিতে পারবে দলগুলো। ২০১১ সালে এই কলকাতা দিয়েই সাকিবের আইপিএল পথচলা শুরু। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। ওই হিসাবে তিন বছর পর আবার পুরনো ক্লাবে ফিরেছিলেন। এখন অবধি চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের চার ক্রিকেটারকে ধরে রাখার ঘোষণা দিয়েছে। কলকাতা এবার আগের মৌসুমে খেলা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে রেখে দিয়েছে। এ ছাড়া চেন্নাইয়ের রিটেইন করা খেলোয়াড়রা হলেন রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলী। দিল্লি ধরে রেখেছে ঋষভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল ও আইনরিখ নর্কিয়াকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা

আপডেট সময়ঃ ০৪:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক :
২০১১ সালে কলকাতার জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাত্রা শুরু করেছিলেন সাকিব আল হাসান। টানা কয়েক বছর খেলার পর কয়েকটি দল ঘুরে গত মৌসুমেই কলকাতায় ফিরেছিলেন। তবে ২০২২ সালের নতুন মৌসুমের জন্য তাকে ধরে রাখেনি কেকেআর। এবার তাই বাংলাদেশি অলরাউন্ডারকে খেলতে হলে নিলামে দল খুঁজে পেতে হবে। গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নিলেও এবার আর তার সঙ্গে চুক্তি করেনি কলকাতা। আগামী মৌসুমে আইপিএল হবে ১০ দল নিয়ে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সময় ছিল ফ্র্যাঞ্চাইজিদের। সব মিলিয়ে সর্বোচ্চ দুজন বিদেশিসহ চার খেলোয়াড়কে রেখে দিতে পারবে দলগুলো। ২০১১ সালে এই কলকাতা দিয়েই সাকিবের আইপিএল পথচলা শুরু। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। ওই হিসাবে তিন বছর পর আবার পুরনো ক্লাবে ফিরেছিলেন। এখন অবধি চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের চার ক্রিকেটারকে ধরে রাখার ঘোষণা দিয়েছে। কলকাতা এবার আগের মৌসুমে খেলা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে রেখে দিয়েছে। এ ছাড়া চেন্নাইয়ের রিটেইন করা খেলোয়াড়রা হলেন রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলী। দিল্লি ধরে রেখেছে ঋষভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল ও আইনরিখ নর্কিয়াকে।