খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি : তথ্যমন্ত্রী

- আপডেট সময়ঃ ০৭:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ২১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, তাই তাঁর স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী আজ সোমবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘নিয়ম অনুযায়ী, দ-প্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু, খালেদা জিয়া অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সে ক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।’ ইউপি নির্বাচন বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এবার দ্বিতীয় বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশির ভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানের আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপির নেতারা। তাঁরা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাঁদের প্রার্থী ছিল। তাঁদের হাতেগোনা কয়েকজন জয় পেয়েছেন।