ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ে যাই কি-না সন্দেহ হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ার আশঙ্কা করছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, ‘কোথাও যেন কিছু একটা হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ে যাই কি-না, সন্দেহ হচ্ছে আমার।’ আজ মঙ্গলবার দুপুরে অর্থনীতির পূনরুদ্ধার সংক্রান্ত এক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী। এমএ মান্নান বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর ১৫ থেকে ২০ বছর ধরে এই অবস্থায় পড়ে থাকতে হয় কি-না, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার। নিজের এই সন্দেহের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ল্যাটিন আমেরিকাসহ পৃথিবীর বহু দেশ মধ্যম আয়ের দেশ ফাঁদে আটকে আছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যাপক কাজ করার জন্য গবেষণা সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন তিনি। ‘করোনাভাইরাসের থাবা কাটিয়ে শক্তিশালী পুনরুদ্ধারের পথে অর্থনীতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সেমিনারে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ে যাই কি-না সন্দেহ হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময়ঃ ০৭:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক :
মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ার আশঙ্কা করছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, ‘কোথাও যেন কিছু একটা হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ে যাই কি-না, সন্দেহ হচ্ছে আমার।’ আজ মঙ্গলবার দুপুরে অর্থনীতির পূনরুদ্ধার সংক্রান্ত এক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী। এমএ মান্নান বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর ১৫ থেকে ২০ বছর ধরে এই অবস্থায় পড়ে থাকতে হয় কি-না, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার। নিজের এই সন্দেহের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ল্যাটিন আমেরিকাসহ পৃথিবীর বহু দেশ মধ্যম আয়ের দেশ ফাঁদে আটকে আছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যাপক কাজ করার জন্য গবেষণা সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন তিনি। ‘করোনাভাইরাসের থাবা কাটিয়ে শক্তিশালী পুনরুদ্ধারের পথে অর্থনীতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সেমিনারে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।