কিশোরগঞ্জে কৃষক হত্যায় মা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

- আপডেট সময়ঃ ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ২১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামালায় মা ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেওয়া হয়। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে খালাস দেন তিনি। দ-প্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর বুনা গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী মজ্জু বানু (৫৫), তার তিন ছেলে বাচ্চু মিয়া (৩৮), ফেরদৌস মিয়া (২৮) ও সাফেক মিয়া (২৭) এবং একই এলাকার আবদুল মান্নান খানের ছেলে জুবায়ের (২৮) এবং আবদুল মান্নাফ খানের ছেলে ফারুক মিয়া। এদের মধ্যে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৬ জুন দুপুরে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বুনা গ্রামের কৃষক দুলাল মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৪ ডিসেম্বর ৯ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে ছয় আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।