বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটি গঠন

- আপডেট সময়ঃ ১০:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ২০২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা অদ্য ১৮/০২/২০২২ খ্রিঃ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকাস্থ হোটেল স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট-এর ৩য় তলায় এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি শাহ্ মোঃ মামুন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ছালাউদ্দিন দিদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় এসেসিয়েশন-এর বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলার বক্তারা কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। সভায় বক্তারা ০৫ সদস্য বিশিষ্ট ০১ (এক) টি জুরি বোর্ড গঠনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠনের অনুরোধ জানান। এ লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ০৫ (পাঁচ)সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যরা এসোসিয়েশন-এর বৃহৎ স্বার্থে চুলচেরা বিশ্লেষন করে সভাপতি পদে জনাব শাহ্ মোঃ মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে জনাব কাজী ছালাউদ্দিন দিদার, সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে জনাব মোঃ জিয়াউদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পাদক পদে জনাব আব্দুল হালিম এর নাম প্রস্তাব করে ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করলে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে তা অনুমোদন করা হয় এবং তাদেরকে আগামী ০১ (এক) মাসের মধ্যে চুলচেরা বিশ্লেষনের মাধ্যমে ত্যাগী ও নিবেদিত নেতাদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।