১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ | ই-পেপার

৪ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে ডেসটিনির হারুনের আপিল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত সপ্তাহে এ আপিল আবেদন করা হয় বলে বৃহস্পতিবার (৯ জুন) জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, আপিলের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ‘স্বাধীনতা যুদ্ধে অবদানের’ কথা বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে দেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

গত ১২ মে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর পরে হাইকোর্টে ওই রায় নিয়ে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ তার দণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে ডেসটিনির হারুনের আপিল

আপডেট সময়ঃ ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক :
আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত সপ্তাহে এ আপিল আবেদন করা হয় বলে বৃহস্পতিবার (৯ জুন) জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, আপিলের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ‘স্বাধীনতা যুদ্ধে অবদানের’ কথা বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে দেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

গত ১২ মে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর পরে হাইকোর্টে ওই রায় নিয়ে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ তার দণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করেন।