সোনামসজিদ স্থলবন্দরে ৮ ঘণ্টার ব্যবধানে ৪ ট্রাকে আগুন

- আপডেট সময়ঃ ০৭:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৩০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের বাইরে আবারও আট ঘণ্টার ব্যবধানে চারটি ট্রাকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে ও রাতে বন্দরের বাইরে সোনামসজিদ বালিয়াদীঘি গনকবরের পাশে এসব অগ্নিকা- ঘটে। এদিন বিকেল ৪টার দিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যান্তরে ৫ নম্বর গেটের পাশে ভারতীয় একটি ট্রাকে আগুন লাগে এবং তা থেকে আরও দুইটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। পানামা কর্তৃপক্ষ জানায়, ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে গত বুধবার আড়াইটার দিকে ব্লিচিং পাউডারভর্তি তিনটি ট্রাক পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। এর প্রায় ১ ঘণ্টা পর হঠাৎ একটি ট্রাকে আগুন ধরে যায়। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা অপর একটি গমবোঝাই ভারতীয় ট্রাকেও আংশিক আগুন লাগে। এ ছাড়া সেখানে থাকা একটি বাংলা ট্রাকের কেবিনেও আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এ সময় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ফায়ার ম্যান ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়। এ ছাড়া একটি গমবোঝাই ভারতীয় ও একটি বাংলা ট্রাকের কেবিন পুড়ে যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে একটি গমবোঝাই ভারতীয় ও একটি বাংলা ট্রাকের। ব্লিচিং পাউডার গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আগুনে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়েছে। টানা ১৪ দিন ভারতে আটকে ছিল ট্রাকটি। প্রচ- তাপদাহে ব্লিচিং পাউডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমাণ জানা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনার পর অন্য দুইটি ব্লিচিং পাউডারের ট্রাক নিরাপত্তার স্বাথে বন্দরের বাইরে বালিয়াদিঘী গণকবরের পাশে রাখা হয়। রাত ১১টার দিকে সেখানে থাকা একটি ট্রাকেও আগুন লেগে যায়। পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বিকেলে আগুন লাগার ঘটনায় নিরাপত্তার স্বার্থে ব্লিচিং পাউডার ভর্তি অন্য দুটি ট্রাক বন্দরের বাইরে বের করে দেওয়া হয়। পরে দুইটি ট্রাকের মধ্যে একটিতে আগুন লেগে যায়।