বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণের সুবিধার লক্ষ্যে ওয়েব বেইজড সফটওয়্যার এর উদ্বোধন

- আপডেট সময়ঃ ০৮:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ২১০ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন :
বিদেশি পর্যটকদের বান্দরবান জেলায় ভ্রমণের সুবিধার লক্ষ্যে ওয়েব বেইজড সফটওয়্যার এর উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে ওয়েব বেইজড সফটওয়্যার এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এই সময় অন্যান্যের মধ্যে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, জোন টুআইসি মেজর হাসান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন পার্বত্য বান্দরবানে বিদেশি পর্যটকদের ভ্রমনের সুবিধার লক্ষ্যে ওয়েব সাইট তৈরি করে সুনির্দিষ্ট তথ্য প্রদানের মাধ্যমে পর্যটকদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় সকল শ্রেনীর মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ওয়েব বেইজড সফটওয়্যার এর উদ্বোধন মাধ্যমে অনুষ্ঠানের শেষ করেছে!