০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ই-পেপার

অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলমান অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের আশ্বাসও দিয়েছেন তিনি। শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ধর্মঘটের আহ্বান জানান সেতুমন্ত্রী। বিশেষ করে পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিতে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা চলছে। তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ জনগণকে দুর্ভোগে পড়তে হচ্ছে। আমি বলব, মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন। রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠকের তথ্য জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার যারা রয়েছেন, বৈঠকে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয় করা হবে। জনগণের ওপর বাড়তি চাপ যেন না হয়, সেটি বিবেচনায় নিয়ে চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলভাড়া বাড়ানোর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস ও টোলহার বাড়ানো হয়েছে। এর আগে বঙ্গবন্ধু সেতুতে সবশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে। সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বাড়ানোর বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন পার্বত্য জেলাকে কফি অঞ্চল বানাতে চাই: পার্বত্য উপদেষ্টা

অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

আপডেট সময়ঃ ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলমান অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের আশ্বাসও দিয়েছেন তিনি। শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ধর্মঘটের আহ্বান জানান সেতুমন্ত্রী। বিশেষ করে পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিতে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা চলছে। তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ জনগণকে দুর্ভোগে পড়তে হচ্ছে। আমি বলব, মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন। রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠকের তথ্য জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার যারা রয়েছেন, বৈঠকে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয় করা হবে। জনগণের ওপর বাড়তি চাপ যেন না হয়, সেটি বিবেচনায় নিয়ে চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলভাড়া বাড়ানোর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস ও টোলহার বাড়ানো হয়েছে। এর আগে বঙ্গবন্ধু সেতুতে সবশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে। সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বাড়ানোর বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।