নিজস্ব প্রতিবেদক :
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও সারদেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারকাজের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন সময়সূচী অনুযায়ী, হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। অন্যদিকে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহে সকাল সাড়ে ৮টায় বিচারকাজ শুরু হবে। বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম তথা কোর্টের সময়সূচী অপরিবর্তিত থাকছে। তবে অফিসের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। নতুন নির্ধারিত সূচী অনুযায়ী, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে এ সময়সূচী কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নির্ধারিত সময়সূচী অনুযায়ী আদালতের কার্যক্রম চলবে।