নিজস্ব প্রতিবেদক :
আন্দোলনের মাধ্যমে মানবিকতা আদায় করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বেগম জিয়ার চিকিৎসা ইস্যুকে পুঁজি করে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। বিএনপি নিষ্ঠুর আচরণ করলেও, আওয়ামী লীগই বরাবর রাজনীতিতে মানবিকতা দেখিয়েছে বলেও জানান তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া একসময় চরম অমানবিকতা দেখিয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের প্রতি। যারা এই অমানবিক আচরণ দেখিয়েছে, তাদের প্রতি যে মানবিক আচরণ দেখিয়েছে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের শেখার আছে অনেক কিছু। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার, সড়ক বাজারে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের মাধ্যমে মানবিকতা আদায় করা যায় না। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি বলে এক দফা এক দাবি, মানবিকতা আন্দোলনের মাধ্যমে আদায় করা যায় না। গতকাল শুক্রবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার বাসভবনে এক ব্রিফিংয়ে বলেন, বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করলেও তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও করতে পারেনি তারা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করছে। অথচ তার মুক্তি এবং চিকিৎসার জন্যে চোখে পড়ার মতো কোনো মিছিলও করতে পারেনি। মূলত তাদের উদ্দেশ্য বেগম জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে ঘোলা পানিতে তারা মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও অশালীনতার চর্চা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।