• শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

আরও ৯ রাজনৈতিক দলের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সর্বশেষ সংলাপে বসে বাংলাদেশের সাম্যবাদী দল (এনএল)। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে যোগ দেন দলটির নেতারা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধিদের মধ্যে ছিলেন দলটির নেতা সাইফুল ইসলাম, ধীরেন সিংসহ আরও চারজন। এদিকে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে পর্যায়ক্রমে অংশ নিচ্ছে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে ১৫টি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও নয়টি দলের সঙ্গে নির্ধারণ করা হয়েছে বৈঠকের দিনক্ষণ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। তথ্যানুযায়ী, ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ৬ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় গণফ্রন্ট এবং সন্ধ্যা সাতটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে। আগামী ৯ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং একই দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল); ১০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় জাতীয় পার্টি-জেপি এবং ওইদিনই সন্ধ্যা সাতটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন। আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ওইদিনই সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতারা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category