• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

আশার আলো দেখছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক  :
অনুকূল আবহাওয়া এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ইতালির পর্যটনকেন্দ্রগুলোতে এবার অনেক বেশি পর্যটকসমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশটিতে বসবাসকারী অধিকাংশ প্রবাসীর কর্মসংস্থান ও ব্যবসা পর্যটননির্ভর হওয়ায় আশার আলো দেখছেন তারা। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে দেশটির পর্যটন খাতে ক্ষতির পরিমাণ ছিল ১২০ বিলিয়ন ইউরোর বেশি। তবে গত বছরের জুলাই ও আগস্ট মাসে দেশটিতে প্রায় ৩ কোটি পর্যটকের আগমন ঘটে।

এ বছর পর্যটন খাতকে চাঙা করতে জুনের মাঝামাঝি সময়ে ইতালির সরকার সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী। বর্তমানে ইতালির সার্বিক পরিস্থিতিতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির গবেষণা ইনস্টিটিউট ডেমোস্কোপিকারের সবশেষ তথ্য অনুসারে, গত বছরের তুলনায় এ বছর দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পাবে।

এতে দেশের পর্যটন খাত আশানুরূপ চাঙা হবে বলে জানিয়েছে ইতালির পর্যটন করপোরেশন। ইতালির পর্যটনকেন্দ্রগুলোকেকেন্দ্র করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান গড়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category