এডভোকেট মো: জাহাঙ্গীর হোসেন দুলাল :
গত ১৭ই মার্চ বাঙ্গালীর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন বারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় এডভোকেট মো: জাহাঙ্গীর হোসেন দুলাল তার বক্তব্যে উল্লেখ করেন যে, একজন খোকার জন্ম না হলে আজ আমরা একজন বঙ্গবন্ধু এবং জাতির পিতা পেতাম না। আজ জাতীয়ভাবে জয় বাংলা স্বীকৃতি পেয়েছি। যার মাধ্যমে ১৯৭১ সনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং এই সেøাগান আমাদের বাঙ্গালী জাতির প্রানের সেøাগান। যারা এই সেøাগানটি বিশ্বাস করতে চায় না তারা বাংলাদেশের অস্থিত্বকে মেনে নিতে পারে না। উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহ ইলিয়াস রতন, উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বর্তমান সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান সাবেক সাধারন সম্পাদক নাজমা আক্তার ও মোঃ কামরুল ইসলাম, এ.এস.এম আমিনুল হক, বজলু মিয়া, ফারুকুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকল আইনজীবী কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।