• শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

একাধকি বদ্যিুৎকন্দ্রেরে অবকাঠামোগত প্রস্তুতি থাকলওে জ্বালানি সঙ্কটে উৎপাদন নয়িে শঙ্কা

Reporter Name / ৩৮৭ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নজিস্ব প্রতবিদেক :
বশ্বিবাজারে হু হু করে বাড়ছে এলএনজি দাম। এমন অস্থতিশিীলতায় র্বতমানে দশেে এলএনজরি সরবরাহে ব্যাপক ঘাটতি দখো দয়িছে।ে আর ঘাটতরি এমন ধারা অব্যাহত থাকলে এলএনজভিত্তিকি বদ্যিুৎকন্দ্রেগুলোয় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ব।ে তখন গ্যাসভত্তিকি নতুন বদ্যিুৎকন্দ্রেগুলোকওে অলস বসয়িে রাখতে হতে পার।ে অথচ চুক্তি অনুযায়ী সরকারকে এ সময় বদ্যিুৎকন্দ্রেগুলোর সক্ষমতার বপিরীতে বপিুল পরমিাণ র্অথ পরশিোধ করতে হব।ে সক্ষেত্রেে বদ্যিুৎ খাতে লোকসানরে মাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়ছে।ে জ্বালানি বভিাগ সংশ্লষ্টি সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লষ্টি সূত্র মত,ে বসেরকারি খাতরে এলএনজভিত্তিকি ৩টি বদ্যিুৎকন্দ্রে নারায়ণগঞ্জরে মঘেনাঘাটে নর্মিাণ হচ্ছ।ে ইতমিধ্যে সামটি পাওয়ার, ইউনকি গ্রুপ ও ভারতরে রলিায়ন্সে গ্রুপরে মালকিানাধীন বদ্যিুৎকন্দ্রেগুলোর নর্মিাণ কাজ অনকেদূর এগয়িছে।ে আগামী বছরইে ওই ৩টি বদ্যিুৎকন্দ্রে উৎপাদনে যাওয়ার কথা। তবে এ মুর্হূতে এলএনজরি চলমান সংকট দুশ্চন্তির কারণ হয়ে দাঁড়য়িছে।ে আর্ন্তজাতকি বাজারে পণ্যটরি মূল্য কবে স্থতিশিীল র্পযায়ে আসবে তার কোনো তথ্য কউেই দতিে পারছে না। বরং আর্ন্তজাতকি সংবাদমাধ্যমগুলোয় অদূর ভবষ্যিতে তা আরো প্রকট হয়ে উাার আভাস দচ্ছি।ে সক্ষেত্রেে অবকাঠামোগত প্রস্তুতি থাকলওে বদ্যিুৎকন্দ্রেগুলো যথাসময়ে উৎপাদন যাওয়া নয়িে শঙ্কা রয়ছে।ে
সূত্র জানায়, নারায়ণগঞ্জরে মঘেনাঘাটে সামটি পাওয়ার সামটি মঘেনাঘাট-২ নামে ৫৮৩ মগোওয়াট সক্ষমতার বদ্যিুৎকন্দ্রে নর্মিাণ করছ।ে আগামী বছররে র্মাচে ওই বদ্যিুৎকন্দ্রেটরি উৎপাদনে আসার লক্ষ্য রয়ছে।ে ইতমিধ্যে বদ্যিুৎকন্দ্রেটরি গ্যাস টারবাইন স্থাপনসহ নানা প্রস্তুতি শষে হয়ছে।ে তাছাড়া ইউনকি গ্রুপ ৫৮৪ মগোওয়াট সক্ষমতার আরকেটি বদ্যিুৎকন্দ্রে নর্মিাণ করছ।ে ইউনকি মঘেনাঘাট পাওয়ার নামরে বদ্যিুৎকন্দ্রেটরি কাজ ইতমিধ্যে ৬৫ শতাংশ কাজ শষে হয়ছে।ে আগামী বছররে নভম্বেরে ওই কন্দ্রেটরি উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়ছে।ে প্রকল্পটতিে ৪ হাজার ৭৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় ধরা হয়ছে।ে রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক ওই বদ্যিুৎকন্দ্রে নর্মিাণে ৩ হাজার কোটি টাকারও বশেি র্অথায়ন করছ।ে তাছাড়া এলএনজভিত্তিকি বদ্যিুৎকন্দ্রে নর্মিাণে বগিত ২০১৯ সালরে সপ্টেম্বেরে বপিডিবিরি সঙ্গে নর্মিাণ ও ক্রয় চুক্তি করে ভারতীয় কোম্পানি রলিায়ন্সে। আগামী বছররে সপ্টেম্বেরে রলিায়ন্সে মঘেনাঘাট ৭৫০ মগোওয়াট আইপপি-ি২ নামে বদ্যিুৎকন্দ্রেটরি উৎপাদনে যাওয়ার কথা রয়ছে।ে তার বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বপিডিবিি এলএনজভিত্তিকি আরো একটি বদ্যিুৎকন্দ্রে নর্মিাণ করছ।ে চট্টগ্রামরে রাউজানে নর্মিাণাধীন ওই বদ্যিুৎকন্দ্রেরে সক্ষমতা হবে ৪৫০ মগোওয়াট। এলএনজনির্ভির ওই বদ্যিুৎকন্দ্রেটি আগামী বছররে ডসিম্বের নাগাদ উৎপাদনে আসার কথা রয়ছে।ে
সূত্র আরো জানায়, এলএনজভিত্তিকি ৩টি বসেরকারি বদ্যিুৎকন্দ্রে যখন উৎপাদনে জন্য অপক্ষেমাণ তখন বশ্বিবাজারে এলএনজরি দাম আকাশচুম্বী। দশেে গ্যাসরে সংকট প্রকট হয়ে ওঠায় এমনতিইে এখন স্পট র্মাকটে থকেে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছ।ে সামনরে দনিগুলোয় ওই সংকট আরো প্রকট হয়ে ওঠার জোর আশঙ্কা রয়ছে।ে এমন অবস্থায় আগামী বছর বদ্যিুৎকন্দ্রেগুলো চালু করা হলে সগেুলোয় গ্যাস সরবরাহ করা যাবে কনিা তা নয়িে যথষ্টে সংশয় রয়ছে।ে গ্যাস সরবরাহ করা না গলেওে বদ্যিুৎ বভিাগকে চুক্তি অনুযায়ী সগেুলোর সক্ষমতা বাবদ বপিুল অংকরে র্অথ পরশিোধ করতে হব।ে বদ্যিুৎ ও জ্বালানি বভিাগ জানয়িছে,ে উৎপাদনক্ষম হয়ে ওঠা বদ্যিুৎকন্দ্রেগুলোর জন্য যথাসময়ে জ্বালানি সরবরাহ করা হব।ে ওই উদ্যোগরে অংশ হসিবেে গ্যাস আমদানরি চুক্তওি করা হয়ছে।ে তবে বশিষেজ্ঞদরে মত,ে পরস্থিতিি সহজ নয়। গ্যাস সরবরাহকারী কোম্পানগিুলো দশেে বদ্যিমান গ্যাসরে সংকট সামাল দতিইে হমিশমি খাচ্ছ।ে বদ্যিমান সংকট কাটাতে উচ্চমূল্যরে এলএনজি আমদানি ছাড়া বকিল্প পথ খোলা নইে। তাছাড়া দশেে গ্যাস সরবরাহরে বদ্যিমান অবকাঠামোও সীমতি। এমন অবস্থায় নতুন বদ্যিুৎকন্দ্রেগুলো উৎপাদনে গলেে তা কবেল বপিদই বাড়াব।ে গ্যাস যদি আমদানওি করা হয় বদ্যিমান অবকাঠামোয় তা খুব বশেি সুফল দবেে না।
অন্যদকিে বদ্যিুৎ বভিাগ ইতমিধ্যে বদ্যিুৎকন্দ্রে বসয়িে রখেে সক্ষমতার র্চাজ বাবদ ৭০ হাজার কোটি টাকা দয়িছে।ে আবার গ্যাস সরবরাহ করা না গলেে বসেরকারি খাতরে নতুন বদ্যিুৎকন্দ্রেগুলো থকেে নর্দিষ্টি সময়ে বদ্যিুৎ পাওয়া যাবে কনিা তা নয়িে পডিবিি শঙ্কায় রয়ছে।ে গ্যাস সংকটে ওসব বদ্যিুৎকন্দ্রে চালানো না গলেে বোঝা কবেলই বাড়ব।ে বসেরকারি খাতরে এলএনজভিত্তিকি ৩টি বদ্যিুৎকন্দ্রেরে উৎপাদন সক্ষমতা ১ হাজার ৮৮৫ মগোওয়াট। তবে ওই পরমিাণ বদ্যিুৎ পতেে কন্দ্রেগুলোর জন্য দনৈকি ১৩ কোটি ঘনফুট গ্যাসরে প্রয়োজন। র্বতমানে দনৈকি যে গ্যাস সরবরাহ করা হচ্ছে সখোনে ১০০ কোটি ঘনফুট গ্যাসরে সংকট রয়ছে।ে নতুন করে আরো ১৩ কোটি ঘনফুট গ্যাস কীভাবে সরবরাহ পাওয়া যাবে সে বষিয়ে সদুত্তর নইে। তবে দশেে গ্যাসরে ঘাটতি মটোতে ও বদ্যিুৎকন্দ্রেরে জ্বালানি চাহদিা পূরণে গত দুই মাসে ৩টি দশেরে সঙ্গে সমঝোতা চুক্তি হয়ছেে বলে জানা যায়।
এ প্রসঙ্গে বদ্যিুতরে নীতগিবষেণা প্রতষ্ঠিান পাওয়ার সলেরে মহাপরচিালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জানান, আগামীতে গ্যাসভত্তিকি যসেব বদ্যিুৎকন্দ্রে উৎপাদনে আসছে সখোনে প্রচুর জ্বালানি প্রয়োজন হব।ে ওসব বদ্যিুৎকন্দ্রেরে জ্বালানরি জোগান নশ্চিতি করতে সরকার এলএনজি আমদানরি চুক্তি করছ।ে সামটিরে সঙ্গওে এলএনজি আমদানতিে যে সমঝোতা চুক্তি হয়ছেে তা মূলত দশেরে বদ্যিুৎকন্দ্রেগুলোর বদ্যিমান গ্যাসরে ঘাটতরি বষিয়টি মাথায় রখেইে করা হয়ছে।ে
আর র্সাবকি বষিয়ে জ্বালানি বভিাগরে সনিয়ির সচবি মো. আনসিুর রহমান জানান, আগামী ২০২২-২৩ সালে গ্যাসভত্তিকি যসেব বদ্যিুৎকন্দ্রে উৎপাদনে যাবে সগেুলোর জ্বালানি নশ্চিতি করতে মূলত এলএনজি সমঝোতা চুক্তি করা হচ্ছ।ে চুক্তি হওয়া দশেগুলো থকেে আগামী দুই বছররে মধ্যে এলএনজি আমদানরি পরকিল্পনা রয়ছে।ে
??


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category