• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

এমন কাজ করবেন না যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণœ হয়: ডিএমপি কমিশনার

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, প্রত্যক্ষভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সরকারও আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করছে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণœ হয়। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে অনুদানের অর্থ তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডিএমপিতে কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৬৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আর্থিক অনুদান দেওয়া শেষে ডিএমপি কমিশনার বলেন, আমাদের যে সব সদস্য আহত ও নিহত হচ্ছেন ডিএমপি কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। অনুদান প্রাপ্তদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। গত ২৮ মার্চ ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৬তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১৬৬ জন পুলিশ সদস্যদের অনুকূলে ৫৮ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category