• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
দদুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি লিবিয়ায় দুই গণকবর থেকে ৪৯ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ হাওরে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ প্রাণিসম্পদ উপদেষ্টার ‘ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক কৃষিঋণ বিতরণ কমায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান

ওয়ানডে র‌্যাংকিয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

Reporter Name / ২২৫ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক :
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান পরাজিত হওয়ায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৯৩ রেটিং নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে পাকিস্তান। দেখা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তানের রেটিং সমান ৯৩। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে ষষ্ঠস্থানে এখন বাংলাদেশ। সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে তখনই র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠত টাইগাররা। তখন বাংলাদেশের রেটিং হতো ৯৬। ২-১ ব্যবধানে সিরিজ জয়ে পাকিস্তানের সমান ৯৩ রেটিং হয়েছিলো বাংলাদেশের। তবে ভগ্নাংশের হিসেবে সপ্তমস্থানে থাকে বাংলাদেশকে। এবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে ষষ্ঠস্থানে উঠলো বাংলাদেশ। তবে এই ভগ্নাংশের হিসেবের উপর ভর করে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। আগামীকাল সিরিজের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। তবে পাকিস্তানের চেয়ে ১ রেটিং এগিয়ে থেকেই ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ। আর যদি, সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান, তবে ২ রেটিং নিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর যদি সিরিজে সমতা আনে পাকিস্তান, তবে ৯৪ রেটিং নিয়ে আবারও ষষ্ঠস্থানে উঠবে বাবররা। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে ৯৭ রেটিং হবে পাকিস্তানের। তবে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও, ৯৪ রেটিং নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ষষ্ঠস্থানে থাকবে পাকিস্তান। ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১২১। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ইংল্যান্ড। ১১৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থস্থানে থাকা ভারতের রেটিং ১১০ এবং পঞ্চমস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ১০২ রেটিং। ষষ্ঠ ও সপ্তমস্থানে যথাক্রমে- বাংলাদেশ ও পাকিস্তান। এরপর আছে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জিম্বাবুয়েসহ আরও সাতটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category