• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
যশোরে তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের বিটুমিন জাল সার্টিফিকেট চক্র: জিজ্ঞাসাবাদ করা হতে পারে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে গরিবদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমছে বাড়ছে গরমজনিত অসুস্থতা, হাসপাতালে রোগীদের চাপ ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে মন্ত্রীর নির্দেশ গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য গ্রামে গ্রামে ঘুরছি: স্বাস্থ্যমন্ত্রী ৩য় ধাপের উপজেলা ভোটেও আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক আগামী বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জাতিসংঘে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ

করোনায় মৃত্যু-শনাক্তে গত সপ্তাহ ছিল অত্যন্ত স্বস্তির: স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বিবেচনায় সামগ্রিকভাবে গত সপ্তাহটি অত্যন্ত স্বস্তিকর ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৮০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। গত এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ জন। আগের সপ্তাহের তুলনায় তা ২৩ শতাংশ কম। তিনি বলেন, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুও প্রায় ৩৩ শতাংশ কমেছে। গতকাল বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. মো.নাজমুল ইসলাম বলেন, গত এক মাসের পরিসংখ্যানে দেখা গেছে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী রয়েছে। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা প্রতিবেশী দেশের তুলনায় খানিকটা স্বস্তিকর অবস্থায় রয়েছে বাংলাদেশ। গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়। একই সময়ে ভারতে দুই হাজার ১২২ জনের এবং বরাবরের মতো ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৪১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ ও ভুটান। এ দুটি দেশে গত এক সপ্তাহে করোনায় কারও মৃত্যু হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category