নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রাসেল স্কয়ার ও বসিলা এলাকায় কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন ডিএনসিসি ও ডিএসসিসি। ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল রোববার সকালে এ অভিযান শুরু করা হয়। দক্ষিণ সিটির অভিযানটি মতিঝিলের সোনালী ব্যাংক এলাকায় শুরু হওয়ার কথা ছিল। অভিযানের খবরে হঠাৎ করেই বাসের সংখ্যা কমতে শুরু করে ওই এলাকায়। পরে অভিযানটি মতিঝিলের বঙ্গবন্ধু স্কয়ারে স্থানান্তর করা হয়। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বিআরটিএ ও ডিএমপির প্রতিবিধিবৃন্দ এবং করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই অভিযানের খবরে মতিঝিলে হঠাৎ বাসের সংখ্যা কমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে এখানে অভিযান শুরু করেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যথাসময়ে করপোরেশনের কর্মকর্তারা পুলিশ নিয়ে উপস্থিত হলেও যানবাহনের সংখ্যা কম থাকায় তারা পরে অভিযানটি গুলিস্তান এলাকায় স্থানান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, মতিঝিলের এই স্থানে অভিযান পরিচালনা করলে এক ধরনের যানজট সৃষ্টি হবে। এ ছাড়া অভিযানের খবরে বাস ইতোমধ্যে বাস কমে যাওয়ার কারণে স্থান পরিবর্তন করে গুলিস্থানসহ আশেপাশের স্থান নির্ধারণ করা হয়েছে। বাস কমার বিষয়ে জানতে চাইলে বিকল্প পরিবহনের হেল্পার (চালকের সহকারী) মো. সজিব বলেন, অন্যান্য দিন এলাকায় বিপুলসংখ্যক গণপরিবহন দেখা যায়। রাস্তায় তীব্র যানজট থাকে। কিন্তু আজ (গতকাল) এর সংখ্যা অনেক কমে গেছে। অভিযানের কথা শুনে অনেক মালিক বাস নামায়নি। অনেকে অন্যরুটে বাস চালাচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বলেন, অভিযান স্থানান্তর করে মতিঝিল থেকে গুলিস্তানের বঙ্গবন্ধুকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ এবং ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা করা কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।