নিজস্ব প্রতিবেদক :
কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এর ফলে গৃহস্থালি থেকে শুরু করে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সক্ষমতা বেড়েছে। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (আইএফপিআরআই) উদ্যোগে আয়োজিত ‘ইউএন কমিটি অন দ্যা স্ট্যাটাস অফ উইমেন টু সেলিব্রেট টেন্থ ইয়ার অফ দ্যা উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচার ইন্ডেক্স’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আইএফপিআরআইয়ের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলেও জানান স্পিকার। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রণালয় অনেক আগেই লিঙ্গ সমতা, কৃষি ও পুষ্টির মাঝে সমন্বয় সাধনের জন্য ‘অ্যাঞ্জেল’ পাইলট প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির মাধ্যমে স্বামী ও স্ত্রীকে সমানভাবে কৃষি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নারী-পুরুষদের সমানভাবে কৃষিকাজে অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়েছে। স্পিকার বলেন, নারীর প্রতি সহিংসতা, প্রতিটি ক্ষেত্রে নারীর জন্য সমতাভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দূর করে তাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি দেশে লিঙ্গসমতাভিত্তিক নীতি ও আইন প্রণয়ন জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সর্বশেষঃ
কৃষিক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে: স্পিকার
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- ১৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ