নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবারও সকালে পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। এসময় প্রথমে তিনি রাজধানীর মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর স্থান পরিদর্শনে যান। যাওয়ার সময় মেয়র মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় দেখেন, রামপুরা খালের ওপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন- ‘কাজ হবে না। বন্ধ, বন্ধ।’ একই সঙ্গে তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। অপরদিকে ফকিরখালী খালের অবস্থা দেখতে নৌকায় করে সেখানে যান মেয়র। এ সময় তিনি খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরিদর্শনের সময় ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ ও সচিব আকরামুজ্জামান প্রমুখ।
সর্বশেষঃ
খালের ওপর স্থাপনা উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- ১৮২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ