• সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে উপাচার্য

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ১৫ মে, ২০২২

হাজী মুছা :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ রবিবার (১৫ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত এই ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী প্রমুখ। তাঁরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ভূমিসহ অবকাঠামো পরিদর্শন করেন। এসময় উপাচার্য ইনস্টিটিউটকে ঢেলে সাজানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন। ইনস্টিটিউটে বঙ্গবন্ধু মিউজিয়াম, লাইব্রেরি স্থাপনের পরিকল্পনার কথাও জানান উপাচার্য।
উল্লেখ্য, ১৯৯৮ সালে এই ইনস্টিটিউট স্থাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে ৪.১৪৫ একর জমির উপর এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিএনপি-জামায়াত জোট সরকার সময়কালে ইনস্টিটিউটের কার্যক্রম পুরো বন্ধ করে দেয়া হয়। ফলে এই ইনস্টিটিউট ভবনে কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এরপর বর্তমান সরকারের সময়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রশাসন বঙ্গবন্ধু ইনস্টিটিউটের কার্যক্রম পুনরায় চালু করে। এরই ধারাবাহিকতায় এই ইনস্টিটিউটের ভবিষ্যত করণীয় নির্ধারণে এটি পরিদর্শন করেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় তাঁদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category