• শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১০ পদে আ. লীগের জয়

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়েছে ৯টি পদে। গত বৃহস্পতিবার রাত দেড়টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয় বলে জানান মুখ্য নির্বাচনী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম ২ হাজার ৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বার জয়ী হয়েছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়া উদ্দিন, যিনি ১ হাজার ৯৫৭ ভোট পেয়েছেন। আর ঐক্য পরিষদের মো. আবদুস সাত্তার সারোয়ার পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট। আরেক প্রার্থী কিশোর কুমার দাশ পেয়েছেন ৫৬২ ভোট। সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন হায়দার ২ হাজার ২৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মুহাম্মদ কামরুল হাসান নাজিম পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের সালাউদ্দিন মনসুর চৌধুরী রিমু ২ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী পেয়েছেন ১ হাজার ৪৬০ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. জাহিদুল ইসলাম চৌধুরী ২ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আহমদ কবীর করিম পেয়েছেন ১ হাজার ৭২৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মেজবাহ উদ্দিন ২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ঐক্য পরিষদের প্রার্থী ১ হাজার ৭৬৭ ভোট ওলি আহমদ পেয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিক উল্লাহ ২ হাজার ২৫৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সমন্বয় পরিষদের মোহাম্মদ সেকান্দর চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের আরশাদুর রহমান রিটু ২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. ওমর ফারুক শিবলী পেয়েছেন ১ হাজার ৬৫২ ভোট। সাংস্কৃতি সম্পাদক পদে ঐক্য পরিষদের লায়লা নূর ২ হাজার ১৫৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের তানজিলা মান্নান যুথী পেয়েছেন ১ হাজার ৯৫৩ ভোট। সাধারণ সদস্য পদে তৌহিদুল বারী চৌধুরী, এএনএম রোকনুজ্জামান মুন্না, মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা, আইনুল কামাল, শ্যামল চৌধুরী ও সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৫ হাজার ২০০ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৯৩ জন ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে সমিতির ১৯টি পদের জন্য দুই প্যানেলে ৩৮ জন এবং স্বতন্ত্র একজনসহ মোট ৩৯ জন প্রার্থী ভোটে লড়েন। ২০০৫ সালে সমন্বয় পরিষদ ছেড়ে আসা আইনজীবীদের নিয়ে গড়া আরেকটি প্যানেল ‘সমমনা আইনজীবী সংসদ’ এবারই প্রথম নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category