• শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না: আইনমন্ত্রী নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে কোকেন পাচার কোটা সংস্কার আন্দোলনকারীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসনে ব্যয় বাড়ছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড শুনানি পিছিয়েছে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার রপ্তানিতে বাংলাদেশ ব্যবহার করছে না রেল ট্রানজিট রাজাকারের পক্ষে স্লোগান সরকারবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসসহ ১৪ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য নিয়ে প্রামাণ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আইন বার্তার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ৬ জুন, ২০২২

সাইফুল সিহাব :
আনন্দঘন পরিবেশে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় দৈনিক আইন বার্তার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
রবিবার(০৫ জুন) বিকালে জেলা শহরের পাঠানপাড়াস্থ শহীদ ক্যাডেট একাডেমি ও আলহাজ্ব কাইমুদ্দিন মেমোরিয়াল স্কুল মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোঃ গোলাম রাব্বানী, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শামসুল ইসলাম টুকু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আমিনুল হক আবির। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে প্রফেসর মোঃ ইসরাইল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কামাল, অ্যাডভোকেট মোঃ আবদুল ওদুদ, অ্যাডভোকেট এফ.কে.এম লুৎফর রহমান ফিরোজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, পোস্ট মাস্টার (পিআরএল) লক্ষণ চন্দ্র দাস, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান আইন বার্তার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা প্রতিনিধি মোঃ সিহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকেই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দৈনিক আইন বার্তা। আইন, শিক্ষা, কৃষি, ক্রীড়া, করোনাসহ উন্নয়ন ও অনিয়ম দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে দৈনিক এই পত্রিকা। এরই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী এই জনপ্রিয়তা অর্জন সম্ভব হয়েছে। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তৃতা, মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category