• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বান্দরবানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস বিচারপতির গাড়িতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ১২ ডিসেম্বর শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ ক্রমাগত কমছে বিএনপি এক পর্যায়ে জামায়াতের বি-টিম হবে: কাদের রমজান মাস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী বান্দরবানে জেলা প্রশাসকের আদেশে পিতার মৃত্যুতে এক যুবককে প্যারোলে মুক্তি ত্রিপুরা ও খেয়াং সম্প্রদায়ের ব্যক্তিবর্গেরদের সাথে মতবিনিময় বীর বাহাদুর উশৈসিং এমপি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত নয় আ. লীগ: কাদের ডেঙ্গু বৃদ্ধির জন্য দায়ী জলবায়ুর পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকারের আকতার-আকরাম রিমান্ডে

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন আকতারসহ ২৪ জনের দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন এক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক গোলাম হোসেন আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আকতার ও আকরামের জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এছাড়া বাকি ২২ জনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে আরেক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু ঢাকার বাইরে থাকায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ২৫ অক্টোবর এ মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার চৌধুরীর আদালতে আসামিদের দুই মামলার ১৪ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন এক মামলার তদন্ত কর্মকর্তা অসুস্থ ও আরেক মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষী দিতে চট্টগ্রামে যাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেনি। এজন্য বিচারক আগামী ২০ অক্টোবর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। গত ১৩ অক্টোবর দুটি মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু ও গোলাম হোসেন পৃথক আবেদনে প্রত্যেকের সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড নামঞ্জুর হওয়ায় ২২ আসামি হলেন- ছাত্র অধিকার পরিষদের মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আবদুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ। গত ৭ অক্টোবর তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। একইসঙ্গে জামিন শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেন। এরপর গত ১১ অক্টোবর শুনানি শেষে এ ২৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের তৃতীয় বার্ষিকীতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের রাজু ভাস্কর্যে স্মরণসভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্র অধিকারের নেতাকর্মীরা। সেখানে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের সহায়তায় এ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category